Aar Kadas Na Lyrics (আর কাঁদাস না) : sung by Keshab Dey. The song Bengali song “Aar Kadas Na” lyrics is written by Sunil and mixed & mastered by Arnab Chowdhury.
Aar Kadas Na Song Info/Credits :
Bengali Song : Aar Kadas Na (আর কাঁদাস না)
Singer : Keshab Dey
Lyrics & Composition : Sunil – Rajat
Mix & Mastering : Arnab Chowdhury
Music Label : KD Entertainment
Aar Kadas Na Lyrics In Bengali
কত আবেগ দিয়েই ইচ্ছেগুলো
তোর সাথে সাজিয়েছিলাম
তোর বলা সব মিথ্যেগুলো
সত্যি ভেবে এগিয়েছিলাম
কত আবেগ দিয়েই ইচ্ছেগুলো
তোর সাথে সাজিয়েছিলাম
তোর বলা সব মিথ্যেগুলো
সত্যি ভেবে এগিয়েছিলাম
তাই বুঝি কি করলি এমন
ব্যথা দিলি শেষে
তোর মতো কে দারুন করে
মিথ্যে ভালোবাসে
তাই বুঝি কি করলি এমন
ব্যথা দিলি শেষে
তোর মতো কে দারুন করে
মিথ্যে ভালোবাসে
আমায় কাঁদাস না
আর কাঁদাস নারে তুই
তোর স্মৃতি ছাড়া নেই রে
আর কিছুই
আমায় কাঁদাস না
আর কাঁদাস নারে তুই
তোর স্মৃতি ছাড়া নেই রে
আর কিছুই
ওরে প্রিয়া.. ওরে প্রিয়া..
ওরে প্রিয়া.. ওরে প্রিয়া..
হয়তো কোনদিন তুই চাইবি আমাকে
সেদিনও তুই অন্য কারো আমি আকাশে
তারার মতো জ্বলবো না হলে জোনাকী
তুবও ওরে তোর মত হায়, দেবো না ফাঁকি
হয়তো কোনদিন তুই চাইবি আমাকে
সেদিনও তুই অন্য কারো আমি আকাশে
তারার মতো জ্বলবো না হলে জোনাকী
তুবও ওরে তোর মত হায়, দেবো না ফাঁকি
একদিনও কি ভালোবাসা ছিল নারে মনে
দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে
আমায় কাঁদাস না
আর কাঁদাস নারে তুই
তোর স্মৃতি ছাড়া নেই রে
আর কিছুই
আমায় কাঁদাস না
আর কাঁদাস নারে তুই
তোর স্মৃতি ছাড়া নেই রে
আর কিছুই
ওরে প্রিয়া.. ওরে প্রিয়া..
ওরে প্রিয়া.. ওরে প্রিয়া..
Aar Kadas Na Song Video
Read More :
Behaya Lyrics by Lagnajita Chakraborty