Aay Maa Uma Lyrics (আয় মা উমা) : sung by Rahul Dutta. The Bengali song “Aay Maa Uma” lyrics is written by Kazi Nazrul Islam and has music by Amit-Ishan.
- Aay Maa Uma Song Info/Credits :
- Bengali Song : Aay Maa Uma
- Singer : Rahul Dutta
- Lyrics : Kazi Nazrul Islam
- Music Re-Arranged By : Amit-Ishan
- Mixing and Mastering : Amit Chatterjee
- Music Label : SVF Devotional
Aay Maa Uma Lyrics In Bengali
আয় মা উমা, রাখব এবার
আয় মা উমা, রাখব এবার
ছেলের সাজে সাজিয়ে তোরে
ওমা মা-র কাছে তুই রইবি রে তুই,
যাবি না আর শ্বশুর ঘরে,
মা.. আয় মা উমা, রাখব এবার।
মা হওয়ার মা কী যে জ্বালা
বুঝবি নে তুই গিরিবালা,
মা হওয়ার মা কী যে জ্বালা
বুঝবি নে তুই গিরিবালা,
তোরে না হেরিলে শূন্য এ প্রাণ
তোরে না হেরিলে শূন্য এ প্রাণ
কী যে হাহাকার করে,
মা.. আয় মা উমা, রাখবো এবার।
তোরই টানে শংকর শিব
আসবে নেমে জীব-জগতে,
আমি আনন্দেরই হাট বসাবো
আনন্দেরই হাট বসাবো
নিরানন্দ ভূ-ভারতে।
দেখবো বলে মা তোর লীলা মা
মা.. মা.. গো
দেখবো বলে মা তোর লীলা
হয়ে আছি পাষাণ-শিলা,
ও মা কৈলাসে তুই ফিরবি নে তুই
বৃন্দাবনের নূপুর পরে,
মা.. আয় মা উমা, রাখব এবার
ছেলের সাজে সাজিয়ে তোরে
ওমা মা-র কাছে তুই রইবি রে তুই,
যাবি না আর শ্বশুর ঘরে,
মা.. আয় মা উমা, রাখব এবার
আয় মা উমা, রাখব এবার।
Aay Maa Uma Song Video