Aisho Bondhu Lyrics (আইসো বন্ধু) – Baul Sukumar

You are currently viewing Aisho Bondhu Lyrics (আইসো বন্ধু) – Baul Sukumar

Aisho Bondhu Lyrics (আইসো বন্ধু) : sung by Baul Sukumar. The Bengali song “Aisho Bondhu” lyrics is written by Salman Ahmed Suhag and has music by Ankur Mahamud.

Aisho Bondhu Lyrics In Bengali

ইচ্ছা হইলে আইসো বন্ধু
দেইখো এক নজর
কি দোষেতে ভুইলা রইলা
পুইরা এই অন্তর

ইচ্ছা হইলে আইসো বন্ধু
দেইখো এক নজর
কি দোষেতে ভুইলা রইলা
পুইরা এই অন্তর

জীবন হলো নর পথ
এতো ভালোবাইসাও আমি
রইলামরে তোর পর

ভাঙ্গতে যেমন জানে নদী
জানে তেমন গড়তে
এমন বান্ধব পাইলাম যারে
জনম গেলো চিনতে

ভাঙ্গতে যেমন জানে নদী
জানে তেমন গড়তে
এমন বান্ধব পাইলাম যারে
জনম গেলো চিনতে

এখন আমার বসত বাড়ি
দুঃখেরই শহর
এতো ভালোবাইসাও আমি
রইলামরে তোর পর

ইচ্ছা হইলে আইসো বন্ধু
দেইখো এক নজর
কি দোষেতে ভুইলা রইলা
পুইরা এই অন্তর

কাঠে যদি ধরে ঘুনে
ঝাঝরা করে ভিতরে
তাহার প্রেমে পইরা আমার
তেমন হলো অন্তর

কাঠে যদি ধরে ঘুনে
ঝাঝরা করে ভিতরে
তাহার প্রেমে পইরা আমার
তেমন হলো অন্তর

বাহির তাহার ভোলা ভালা
নিষ্পাপ কঠিন অন্তর
এতো ভালোবাইসাও আমি
রইলামরে তোর পর

ইচ্ছা হইলে আইসো বন্ধু
দেইখো এক নজর
কি দোষেতে ভুইলা রইলা
পুইরা এই অন্তর

ইচ্ছা হইলে আইসো বন্ধু
দেইখো এক নজর
কি দোষেতে ভুইলা রইলা
পুইরা এই অন্তর

জীবন হলো নর পথ
এতো ভালোবাইসাও আমি
রইলামরে তোর পর
এতো ভালোবাইসাও আমি
রইলামরে তোর পর

Aisho Bondhu Song Video

Aisho Bondhu Song Info:

  • Bengali Song : Aisho Bondhu (আইসো বন্ধু)
  • Singer : Baul Sukumar
  • Music : Ankur Mahamud
  • Lyrics : Salman Ahmed Suhag
  • Music Label : Eagle Music