Brishti Brishti Pore Lyrics : sung by Raghab Chatterjee. The Bengali song “Brishti Brishti Pore” lyrics is written by Prosen and the song is composed by Raghab Chatterjee.
- Brishti Brishti Pore Song Info/Credits :
- Bengali Song : Brishti Brishti Pore Ochena Musholdhare
- Singer : Raghab Chatterjee
- Composer : Raghab Chatterjee
- Lyrics : Prosen
- Album : Khuda Jaane
- Label : Asha Audio
Brishti Brishti Pore Lyrics In Bengali
বৃষ্টি বৃষ্টি পড়ে অচেনা মুষলধারে
হে হে.. বৃষ্টি বৃষ্টি পড়ে অচেনা মুষলধারে
সারারাত ভিজে ভিজে যাই,
মিষ্টি মিষ্টি কিছু ধারণারা নেবে পিছু
না ভেজার দিয়োনা দোহাই ..
মরুভূমি আমি তুমি
চলোনা নদীতে হারাই ..
বৃষ্টি বৃষ্টি পড়ে অচেনা মুষল ধারে।
ব্যস্ত দিনে মননি জা
আজ সে সময় পেয়ে যাবে।
পা-নি সা রে গা.. মা রে
নি-সা রে-গা মা, মা-পা গা-রে সা
নি-সা রে-গা, গা-রে নি ধা সা..
নি-সা রে-সা।
পা-নি গা-রে সা, মা-গা রে সা
গা-রে মা-গা রে-সা, নি-সা রে ধা নি নি মা।
ব্যস্ত দিনে মননি জা
আজ সে সময় পেয়ে যাবে,
নৌকো ভাসা মনের কথা
বললেই বলা হয়ে যাবে,
ফোঁটারাই জানে মেঘেদের ব্যথা
ফোঁটারাই জানে মেঘেদের ব্যথা,
চলোনা নিমেষে মোছাই ..
বৃষ্টি বৃষ্টি পড়ে অচেনা মুষলধারে
সারারাত ভিজে ভিজে যাই,
মিষ্টি মিষ্টি কিছু ধারণারা নেবে পিছু
না ভেজার দিয়ো না দোহাই ..
বৃষ্টি বৃষ্টি পড়ে অচেনা মুশল ধারে।
Brishti Brishti Pore Song Video