Bristi Jodi Lyrics (বৃষ্টি যদি) : sung by Rupak Tiary. The Bengali song “Bristi Jodi” lyrics is written by Aviman Paul and music is composed by Rupak Tiary.
- Bristi Jodi Song Info/Credits :
- Bengali Song : Bristi Jodi
- Singer : Rupak Tiary
- Composer : Rupak Tiary
- Lyrics : Aviman Paul
- Mix & Master : Rupak Tiary
- Written & Directed By : Neeladri Banerjee
- Produced By : Tramline
Bristi Jodi Lyrics In Bengali
ওই দুচোখে বৃষ্টি এলে
ভিজতে চাই বারেবার,
ভিজে যাওয়া নরম আলোয়
দিশেহারা হয় আবার,
তবু নিয়ম ভাঙা গল্প গুলো
খোঁজে রাত পেরিয়ে ভোরের আলো।
বোঝাতে পারিনি আজও তাকে
সে আমারই স্মৃতির সঞ্চয়।
বৃষ্টি যদি আমায় ছুঁতো
শহর ভেজা অভিমানে,
বৃষ্টি ভীষণ বেহিসেবি
রং ধুয়ে যায় অকারণে।
মন কেমনে ছন্দে লেখা
ছেঁড়া খাতা যত্নে রাখা,
পথ ভুলেছে পাগল হাওয়া
বৃষ্টি জুড়ে তাকে পাওয়া,
তাকে পাওয়া।
বৃষ্টি যদি আমায় ছুঁতো
শহর ভেজা অভিমানে,
বৃষ্টি ভীষণ বেহিসেবি
রঙ ধুয়ে যায় অকারণে।
Bristi Jodi Song Video