Chere Jeyona Lyrics : sung by Tanveer Evan. The song is written by Tanveer Evan and music produced by Tanveer Evan.
- Chere Jeyona Song Info:
- Bengali Song : “Chere Jeyona Lyrics” (Extended Version)
- Singer : Tanveer Evan
- Lyrics & Tune : Tanveer Evan
- Producer : Tanveer Evan
Chere Jeyona Lyrics
ছেড়ে যেওনা, ছেড়ে যেওনা….
কি করি বল?, তুমি হীনা?
আমি পারিনি তোমাকে
আপন করে রাখতে,
আমি পারিনি তোমাকে
আবার আমার করে রাখতে।
তুমি বুঝনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি।
তুমি বুঝনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি।
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে,
তুমি বুঝনি, বুঝনি।।
কখনো যদি, আনমনে চেয়ে
আকাশের পানে আমাকে খুঁজো,
কখনো যদি, হঠাৎ এসে
জড়িয়ে ধরে বলো ভালোবাসো।
আমি তখনই, হে তখনই
তোমার নামে লেখা চিঠিটি,
পড়ে তোমাকে শোনাবো…
ঠিক তখনই, হে তখনই
ভালবাসি কতটা আমি
বলো কি করে তোমাকে বুঝাবো…
তুমি বুঝনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি।
তুমি বুঝনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি।
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে,
তুমি বুঝোনি, বুঝোনি।
Chere Jeyona Song Video
Chere Jeyona Song Video
- Read More :
- Behaya Lyrics by Lagnajita Chakraborty