Dhrubotara Serial Title Track Lyrics : from the Serial “Dhrubotara“, sung by Mekhla Dasgupta. The Bengali song “Dhrubotara Serial Title Track” is written by Jyoti Hazra, Santajit Chatterjee and has music by Santajit Chatterjee.
Dhrubotara Serial Title Track Info:
Bengali Song : Dhrubotara Serial Title Track
Singer : Mekhla Dasgupta
Music : Santajit Chatterjee
Lyrics : Jyoti Hazra & Santajit Chatterjee
Music Production : Debabrata Majumdar
Serial : Dhrubotara
Dhrubotara Serial Title Track Lyrics In Bengali
মন কেমনের স্মৃতি এসে
মেলে দিলো আজ ডানা,
যেখানে জিরোনো মানা,
হয়তো রঙিন খামের ভেতর
সাদা কালো চিঠি খানা,
হারিয়ে ফেলেছে ঠিকানা।
শুখ পাখিদের গান থেমে গেছে
দূর আকাশে পাই দেখা,
অসুখী গালে কার ছায়া পড়ে
জেগে থাকে একেলা ..
তবুও মেঘ সরে গেলে দিও সাড়া ..
এ আঁধারে জেগে আছে ধ্রুবতারা ..
তবুও মেঘ সরে গেলে দিও সাড়া ..
এ আঁধারে জেগে আছে ধ্রুবতারা ..
আধবোজা চোখ
রোদ জানালায়, কান পাতলে
সে গান শোনা যায়।
গল্পেরা সন্ধি করে
স্বপ্নের কোন ঘুমঘোরে।
শুখ পাখিদের গান থেমে গেছে
দূর আকাশে পাই দেখা,
অসুখী গালে কার ছায়া পড়ে
জেগে থাকে একেলা ..
তবুও মেঘ সরে গেলে দিও সাড়া ..
এ আঁধারে জেগে আছে ধ্রুবতারা ..
তবুও মেঘ সরে গেলে দিও সাড়া ..
এ আঁধারে জেগে আছে ধ্রুবতারা ..
Dhrubotara Serial Title Track Video