Domka Hawa Lyrics (দমকা হাওয়ায়) : sung by Arafat Mohsin & Raba Khan. The song is written by Arafat Mohsin and music by Arafat Mohsin.
Domka Hawa Song Info/Credits :
Bengali Song : Domka Hawa Lyrics (দমকা হাওয়ায়) | ||||||
Singers : Arafat Mohsin & Raba Khan | ||||||
Music : Arafat Mohsin | ||||||
Lyrics & Tune : Arafat Mohsin & Raba Khan | ||||||
Mixing & Mastering : Arafat Kirty | ||||||
Album : Muhurto | ||||||
Record Label : 58Records |
Domka Hawa Lyrics In Bengali
হঠাৎ এক দমকা হাওয়ায়
তোমাকে খুব কাছে পাওয়ায়
মনের ভেতর কিসের শিহরণ প্রেমের
মনের খুব কাছে তুমি
বেঁধে রাখো আমায় যদি
ভাসবো তখন অনুভবের মায়ায়
স্বপ্ন বেঁধেছি আমরা দু’জন
কেটেছে সময় মনের মতন
বলো কি ভাবে পারি ভুলে যেতে
হঠাৎ এক দমকা হাওয়ায়
তোমাকে খুব কাছে পাওয়ায়
মনের ভেতর কিসের শিহরণ প্রেমের
মনের খুব কাছে তুমি
বেঁধে রাখো আমায় যদি
ভাসবো তখন অনুভবের মায়ায়
না বলা কথা খুব আড়ালে
বৃষ্টির ফোটার তালে তালে
শোনাবো আজ গানে গানে
না বলা কথা খুব আড়ালে
বৃষ্টির ফোটার তালে তালে
শোনাবো আজ গানে গানে
স্বপ্ন বেঁধেছি আমরা দু’জন
কেটেছে সময় মনের মতন
বলো কি ভাবে পারি ভুলে যেতে
হঠাৎ এক দমকা হাওয়ায়
তোমাকে খুব কাছে পাওয়ায়
মনের ভেতর কিসের শিহরণ প্রেমের
মনের খুব কাছে তুমি
বেঁধে রাখো আমায় যদি
ভাসবো তখন অনুভবের মায়ায়
চলো হারিয়ে যাই একটু করে
মেঘলা দিনের এই প্রহরে
নতুন এক সুরে
চলো হারিয়ে যাই একটু করে
মেঘলা দিনের এই প্রহরে
নতুন এক সুরে
স্বপ্ন বেঁধেছি আমরা দু’জন
কেটেছে সময় মনের মতন
বলো কি ভাবে পারি ভুলে যেতে
হঠাৎ এক দমকা হাওয়ায়
তোমাকে খুব কাছে পাওয়ায়
মনের ভেতর কিসের শিহরণ প্রেমের
মনের খুব কাছে তুমি
বেঁধে রাখো আমায় যদি
ভাসবো তখন অনুভবের
Domka Hawa Song Video