Jhore Jhorjhoro Lyrics (ঝরে ঝরঝরো): from the Web Series “Rudrabinar Obhishaap”, sung by Shovan Ganguly. The Bengali song “Jhore Jhorjhoro” lyrics is written by Srijato and has music by Joy Sarkar.
Jhore Jhorjhoro Song Info:
Bengali Song : Jhore Jhorjhoro
Web Series : Rudrabinar Obhishaap
Singer: Shovan Ganguly
Music: Joy Sarkar
Lyrics: Srijato
Director: Joydeep Mukherjee
Music Label: SVF Music
Jhore Jhorjhoro Lyrics In Bengali
ঝরে ঝরঝরো ধরণীর পরে, ঝরে ঝরঝরো,
ভেজে এই ধরা দূরে যায় খরা, ভাসে অন্তর।
ঝরে ঝরঝরো ধরণীর পরে, ঝরে ঝরঝরো,
ভেজে এই ধরা দূরে যায় খরা, ভাসে অন্তর।
মেঘ জল মাপে মহীশুর তাপে শ্রাবনের মোহনা,
বর্ষা জানায় বিজলী হানায়
একি বিদ্রোহ না? একি বিদ্রোহ না?
ঝরে ঝরঝরো ধরণীর পরে, ঝরে ঝরঝরো,
ভেজে এই ধরা দূরে যায় খরা, ভাসে অন্তর।।
ভিজে ঘর, চরাচর
তাকে কি মানবো না,
ভিজে মন, কি কারণ
এখনই জানবো না।
ভিজে ঘর, চরাচর
তাকে কি মানবো না,
ভিজে মন, কি কারণ
এখনই জানবো না।
শিওরে, দুয়ারে, নদীরও দুপারে
যেদিকে তাকাই জল,
ঘন বরিষণে, নিভৃতে ভীষনে
ছেয়ে গেছে নভোতল।
ভুলে ভরসায় এতো বরষায়
যদি ভাঙ্গে বিদ্রোহ না না না না, ঝরে ঝরঝরো,
ঝরে ঝরঝরো ধরণীর পরে, ঝরে ঝরঝরো,
ভেজে এই ধরা দূরে যায় খরা, ভাসে অন্তর।
মেঘ জল মাপে মহীশুর তাপে
শ্রাবনের মোহনা,
বর্ষা জানায় বিজলী হানায়
একি বিদ্রোহ না? একি বিদ্রোহ না?
ঝরে ঝরঝরো ধরণীর পরে
ঝরে ঝরঝরো,
ভেজে এই ধরা দূরে যায় খরা
ভাসে অন্তর।।
Jhore Jhorjhoro Song Video