Kunjobone Mohon Sure Lyrics (কুঞ্জবনে মোহন সুরে) : sung by Tasmim Zaman Sharna. The Bengali song “Kunjobone Mohon Sure” is written by Jahirul Islam Badal and music by A H Turjo.
- Kunjobone Mohon Sure Song Info/Credits :
- Bengali Song : Mohon Shure
- Singer : Tasmim Zaman Sharna
- Tune : Bulbul Anam
- Music : A H Turjo
- Lyrics : Jahirul Islam Badal
- Produced By : Urvashi Forum
Kunjobone Mohon Sure Lyrics In Bengali
কুঞ্জবনে মোহন সুরে কে বাঁশি বাজায়
কুঞ্জবনে মোহন সুরে কে বাঁশি বাজায়
মনটারে দোলায় গো সখী মনটারে দোলায়
আমার মনটারে দোলায় গো সখী
মনটারে দোলায়,
চলনা সখী চুপিসারে তারে দেখি আয়
কে বাঁশি বাজায় গো সখী কে বাঁশি বাজায়?
কে বাঁশি বাজায় গো সখী কে বাঁশি বাজায়?
মদনবাণে বিষ মাখাইয়া জ্বালছে দিবানিশি
সর্ব-অঙ্গ প্রেমে মাতাল থাকছে যেন মিশি,
মদনবাণে বিষ মাখাইয়া জ্বালছে দিবানিশি
সর্ব-অঙ্গ প্রেমে মাতাল থাকছে যেন মিশি,
পঞ্চস্বরে ফাঁদ পাতিয়া ডাকছে সে আমায়
পঞ্চস্বরে ফাঁদ পাতিয়া ডাকছে সে আমায়,
কুলবালা আমি হায়গো কুলটা বুঝি যায় আমার
কুলবালা আমি হায়গো কুলটা বুঝি যায়।
জল আনিতে যমুনাতে যাবো যখন ভোরে
আড়-নয়নে দেখবো তারে
রাখবো আড়াল করে,
জল আনিতে যমুনাতে যাবো যখন ভোরে
আড়-নয়নে দেখবো তারে
রাখবো আড়াল করে,
অসময়ে বাজায় বাঁশি মন যে ছুটে যায়
অসময়ে বাজায় বাঁশি মন যে ছুটে যায়,
নিন্দার কাঁটা ধরবো বুকে
তাইতো জানি চায় সে যে,
নিন্দার কাঁটা ধরবো বুকে
তাইতো জানি চায়।
কুঞ্জবনে মোহন সুরে কে বাঁশি বাজায়
মনটারে দোলায় গো সখী
মনটারে দোলায় আমার
মনটারে দোলায় গো সখী
মনটারে দোলায়,আমার
মনটারে দোলায় গো সখী
মনটারে দোলায়,আমার
মনটারে দোলায় গো সখী
মনটারে দোলায়
Kunjobone Mohon Sure Song Video