Meera Lyrics (মীরা) : sung by Rahul Dutta. The song is written by Supratip Bhattacharya and music is produced by Atishay Jain.
- Meera Song Info/Credits :
- Bengali Song : Meera
- Singer : Rahul Dutta
- Music Composed By : Rahul Dutta
- Lyrics : Supratip Bhattacharya
- Music Producer : Atishay Jain
- Mix & Master : Suraj Nag
- Filmed By : Rohan Kumar Paul
Meera Lyrics In Bengali
হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া
কৃষ্ণপ্রেমে রাজকুমারী মাতোয়ারা।
হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া
কৃষ্ণ প্রেমে রাজকুমারী মাতোয়ারা,
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা।
স্বয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা,
স্বয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা,
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা।
উতলা এ মন খুঁজে মরে আজীবন,
কবে সে পাবে দর্শন।
চাতকের মত, কৃষ্ণ প্রেমে
তৃষ্ণার্ত সে সারাক্ষণ।
উতলা এ মন খুঁজে মরে আজীবন,
কবে সে পাবে দর্শন।
চাতকের মত, কৃষ্ণ প্রেমে
তৃষ্ণার্ত সে সারাক্ষণ।
রাজা রানা প্রতাপের
বিষপান করেও
মহিমা গুনে মিরা পেল অমৃতেরই স্বাদ।
কানু লীলায় মেওয়ার রানী ছন্নছাড়া
ভিখারিনী হয়ে এলো ব্রজেরি পাড়া,
কানু লীলায় মেওয়ার রানী ছন্নছাড়া
ভিখারিনী হয়ে এলো ব্রজেরি পাড়া,
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা।
স্বয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা,
স্বয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা,
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা ..
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা ..
Meera Song Video