Mirthu Holo Amar Valobasar Lyrics (মৃত্যু হলো আমার ভালোবাসার) : sung by Adnan Kabir. The Bengali song “Mirthu Holo Amar Valobasar” lyrics is written by NH Kobi and music by Ahmed Sajeeb.
- Mirthu Holo Amar Valobasar Song Info/Credits :
- Bengali Song : Mirthu Holo Amar Valobasar (মৃত্যু হলো আমার ভালোবাসার)
- Singerh: Adnan Kabir
- Music : Ahmed Sajeeb
- Lyrics : NH Kobi
- Tune : NH Kobi
- Label : Samsul Official
Mirthu Holo Amar Valobasar Lyrics In Bengali
হায়রে ভালোবাসা
নিঠুর অবিচার
আজ রাতে মৃত্যু হলো
আমার ভালবাসার
হায়রে ভালোবাসা
নিঠুর অবিচার
আজ রাতে মৃত্যু হলো
আমার ভালবাসার
বিশ্বাস করে যারে আমি
দিয়ে ছিলাম মন
আজ দেখি তার পাশে
অন্য আরেক জন
বিশ্বাস করে যারে আমি
দিয়ে ছিলাম মন
আজ দেখি তার পাশে
অন্য আরেক জন
জোড়ায় জোড়ায় বেথা এখন
বুকটা মরুচর
তুই পাষানের মুখটা ভাসে
দুই চোখের ভিতর
জোড়ায় জোড়ায় বেথা এখন
বুকটা মরুচর
তুই পাষানের মুখটা ভাসে
দুই চোখের ভিতর
বিশ্বাস করে যারে আমি
দিয়ে ছিলাম মন
আজ দেখি তার পাশে
অন্য আরেক জন
বিশ্বাস করে যারে আমি
দিয়ে ছিলাম মন
আজ দেখি তার পাশে
অন্য আরেক জন
আদর সোহাগ ভালোবাসার
কম কি ছিল বল
তোর মনের ওই শহরটা তে
কান্দি অবিরল
আদর সোহাগ ভালোবাসার
কম কি ছিল বল
তোর মনের ওই শহরটা তে
কান্দি অবিরল
বিশ্বাস করে যারে আমি
দিয়ে ছিলাম মন
আজ দেখি তার পাশে
অন্য আরেক জন
বিশ্বাস করে যারে আমি
দিয়ে ছিলাম মন
আজ দেখি তার পাশে
অন্য আরেক জন
হায়রে ভালোবাসা
নিঠুর অবিচার
আজ রাতে মৃত্যু হলো
আমার ভালবাসার
হায়রে ভালোবাসা
নিঠুর অবিচার
আজ রাতে মৃত্যু হলো
আমার ভালবাসার
বিশ্বাস করে যারে আমি
দিয়ে ছিলাম মন
আজ দেখি তার পাশে
অন্য আরেক জন
বিশ্বাস করে যারে আমি
দিয়ে ছিলাম মন
আজ দেখি তার পাশে
অন্য আরেক জন
Mirthu Holo Amar Valobasar Song Video