Mrigonabhi Lyrics (মৃগনাভি) : sung by Anupam Roy. The Bengali song “Mrigonabhi” lyrics is written by Anupam Roy and music is produced by Subhajit Mukherjee.
- Mrigonabhi Song Info/Credits :
- Bengali Song : Mrigonabhi (মৃগনাভি)
- Singer : Anupam Roy
- Music : Anupam Roy
- Lyrics : Anupam Roy
- Music Produced By : Subhajit Mukherjee
- Directed By : Souradeepta Chowdhury
Mrigonabhi Lyrics In Bengali
তুমি বলেছো সবাইকে
জানতে চাওয়ার আগে,
তোমার আমাকে চিরদিন
কত মন্দ লাগে।
আমার লেখা গান, কবিতা
কি আর এমন বলো,
তোমার ভেতর রাগ অভিমান
কোন সাগরে ঢালো।
অথচ আমার নাম করে
কেন ফুল তোলো,
কেন কিছু লেখো রোজ?
আনমনে কেঁপে ওঠা ঠোঁটে
যেন মৃগনাভি, সুরে সুরে করে খোঁজ।
বিদায়.. বিদায়..
হাসি মুখে ভেসে চলে যাই, যাই
রুক্ষ চুলে চিরুনি হারাই।
মিথ্যে কিছু ভুল রটিয়ে
কি বা তুমি পেলে?
এক কাপ মন খারাপ ছিটিয়ে
দিচ্ছ কার বিকেলে।
তার চেয়ে ভালো এই দুজনে
দূরে দূরে থাকি,
আমরা সমান নই
মেনে নাও যে কটাদিন বাকি।
অথচ আমার নাম শুনে
কেন উঠে বসো,
কেন ধূলো মোছো রোজ?
আনমনে কেঁপে ওঠা ঠোঁটে
যেন মৃগনাভি, সুরে সুরে করে খোঁজ।
বিদায়.. বিদায়..
হাসি মুখে ভেসে চলে যাই, যাই
রুক্ষ চুলে চিরুনি হারাই।
অথচ আমার নাম করে
কেন ভালোবাসা কানে কানে ডাকে রোজ,
আনমনে কেঁপে ওঠা ঠোঁটে
যেন মৃগনাভি, সুরে সুরে করে খোঁজ।
বিদায়.. বিদায়..
হাসি মুখে ভেসে চলে যাই, যাই
রুক্ষ চুলে চিরুনি হারাই।
বিদায়.. বিদায়..
হাসি মুখে ভেসে চলে যাই, যাই
রুক্ষ চুলে চিরুনি হারাই।
Mrigonabhi Song Video