Poran Bondhure Lyrics (পরাণ বন্ধুরে) – Imran Mahmudul | Payel |
Poran Bondhure Lyrics (পরাণ বন্ধুরে) : sung by Imran Mahmudul. The Bengali Song “Poran Bondhure” is written by Kabir Bakul and music by Imran Mahmudul.
- Poran Bondhure Song Info/Credits :
- Bengali Song : Poran Bondhure
- Singer : Imran Mahmudul
- Tune & Music : Imran Mahmudul
- Lyrics : Kabir Bakul
- Director : Saikat Reza
- Label : Central Music and Video [CMV]
Poran Bondhure Lyrics In Bengali
পাখি খাঁচা ভেঙ্গে উড়ে গেলে আর আসে না,
মেঘে ঐ চাঁদ ঢেকে গেলে রাত হাসে না।
একদিন একবার তোমাকে না দেখলে
হায় হায় প্রান যায় রে,
চোখেরই সামনে তাই তুমি থাকো রে
এই মন তাই চায় রে।
পরান বন্ধুরে তুমি যাইয়ো না দূরে,
দূরে গেলে প্রান পাখিটা যাবেরে উড়ে।
পরান বন্ধুরে তুমি যাইয়ো না দূরে,
ভালোবাসা হয়ে তুমি আছো মন জুড়ে।
তুমি এতো বেশি অভিমানী বুঝিনি আগে,
শুধু ভুল করে ভুল বোঝো এই আমাকে।
সেই ভুলটা ভাঙাতে করি বৃথা চেষ্টা
দিনটাই হয় নষ্ট,
ভুল না করেও নির্দোষ মনটা
একাকি পায় কষ্ট।
পরান বন্ধুরে তুমি যাইয়ো না দূরে,
দূরে গেলে প্রান পাখিটা যাবেরে উড়ে।
পরান বন্ধুরে তুমি যাইয়ো না দূরে,
ভালোবাসা হয়ে তুমি আছো মন জুড়ে।
তোমাকে ভালোবেসে হয়েছি বেহাল
তুমি কি কখনো তা করেছো খেয়াল ?
মনে মনে নাম নেই দেখি চেয়ে সামনেই
তুমি আছো ঠাঁই দাড়িয়ে,
দুটি হাত বাড়াতেই দেখি ছুঁয়ে তুমি নেই,
হাওয়া হয়ে যাও হারিয়ে।
পরান বন্ধুরে..! তুমি যাইয়ো না দূরে।
দূরে গেলে প্রান পাখিটা যাবেরে উড়ে..!
পরান বন্ধুরে..! তুমি যাইয়ো না দূরে।
ভালোবাসা হয়ে তুমি আছো মন জুড়ে..!
(পরান বন্ধুরে… পরান বন্ধুরে…)
পরান বন্ধুরে তুমি যাইয়ো না দূরে,
দূরে গেলে প্রান পাখিটা যাবেরে উড়ে।
পরান বন্ধুরে তুমি যাইয়ো না দূরে,
ভালোবাসা হয়ে তুমি আছো মন জুড়ে।
(পরান বন্ধুরে… পরান বন্ধুরে…পরান বন্ধুরে…)
Poran Bondhure Song Video