Poraner Poran Lyrics (পরানের পরান) : sung by Atif Ahmed Niloy. The Bengal Song “Poraner Poran” lyrics is written by NH Kobi and has music by Din Islam Sarukh.
Poraner Poran Lyrics In Bengali
বুঝিনাই রে ভালোবাসা
শধুই অভিমান
ভালোবাসার মূল্য খুজে
করলি অপমান
বুঝিনাই রে ভালোবাসা
শধুই অভিমান
ভালোবাসার মূল্য খুজে
করলি অপমান
তুই আমার পরানের পরান
তুই আমার কলিজা রাত গান
তুই আমার পরানের পরান
তুই আমার কলিজা রাত গান
দুঃখ ব্যথায় সাজানো আজ
মনেরই বাগান
সেই বাগানের একটা ফুল তুই
নাম অভিমান
দুঃখ ব্যথায় সাজানো আজ
মনেরই বাগান
সেই বাগানের একটা ফুল তুই
নাম অভিমান
তুই আমার পরানের পরান
তুই আমার কলিজা রাত গান
তুই আমার পরানের পরান
তুই আমার কলিজা রাত গান
সুখগুলো তোর বুকের ভেতর
করেছিলাম পালন
খুব যতনে হয়লি রে তুই
অন্য কারো আপন
সুখগুলো তোর বুকের ভেতর
করেছিলাম পালন
খুব যতনে হয়লি রে তুই
অন্য কারো আপন
তুই আমার পরানের পরান
তুই আমার কলিজা রাত গান
তুই আমার পরানের পরান
তুই আমার কলিজা রাত গান
Poraner Poran Song Video
Poraner Poran Song Info :
Bengali Song : Poraner Poran (পরানের পরান)
Singer : Atif Ahmed Niloy
Music : Din Islam Sarukh
Lyrics : NH Kobi
Music Label : Samsul Official