Porojonom Lyrics (পরজনম) : sung by Samz Vai. The Bengali song “Porojonom” lyrics is written and the music is composed by Samz Vai.
- Porojonom Song Info/Credits :
- Bengali Song : Porojonom (পরজনম)
- Singer : Samz Vai
- Music : Samz Vai
- Lyrics & Tune : Samz Vai
- Label. : Samz Vai Official
Porojonom Lyrics In Bengali
তোমার আসায় আজও পথ চেয়ে থাকি
তুমি ছিলে যে আমার হায় পরাণ পাখি
তোমার আসায় আজও পথ চেয়ে থাকি
তুমি ছিলে যে আমার হায় পরাণ পাখি
ও অন্ধকারে মনে আজ নেই কোন আলো
এতো স্বাদের স্বপ্ন আজ আমার ভেঙে গেলো
একা থাকার যন্ত্রনা আর সইতে পারি না
তুমি ছিলে যে আমার সুখেরই ঠিকানা
আমি তোমায় কত ভালোবসি,
বুঝায় কি করে গো
ভাবিনি এভাবে আমি তোমায় হারাবো
জানি আর আসবে না ফিরে
তুমি আমার মনের ঘরে গো
দেবে কি ভালোবাসা পরজনমে
কিবা দোষে হইলাম দোষী
আমি কাঁদি বারমাসি
তুমি সুখে আছো নিরালয়
কি মধুর কলঙ্ক আমারে মাতাল বানাইলা
করলাগো চমকার যমুনায়
আমি দয়াল দেখে সুখি
চাকরও তাই ভালোই আছি
তবু তারে দিয়ো আমার অমর গুনিয়াই
আমি তোমায় কত ভালোবসি
বুঝায় কি করে গো
ভাবিনি এভাবে আমি তেমায় হারাবো
জানি আর আসবে না ফিরে
তুমি আমার মনের ঘরে গো
দেবে কি ভালোবাসা পরজনমে
আমি তোমায় কত ভালোবসি
বুঝায় কি করে গো
ভাবিনি এভাবে আমি তোমায় হারাবো
জানি আর আসবে না ফিরে
তুমি আমার মনের ঘরে গো
দেবে কি ভালোবাসা পরজনমে
Porojonom Song Video