Proyojone Kache Lyrics (প্রয়োজনে কাছে) : sung by Mahtim Shakib. The song is written by Raju Ahmmad and music by Rezwan Sheikh.
- Proyojone Kache Song Info/Credits :
- Bengali Song : Proyojone Kache (প্রয়োজনে কাছে)
- Singer : Mahtim Shakib
- Tune & Music : Rezwan Sheikh
- Lyrics : Raju Ahmmad
- Label : Raaz Entertainment
Proyojone Kache Lyrics
জানি আমায় তুমি আর মনে রাখবে না
জোনাকির আলোয় হাসি ফুটবে না
জানি আমায় তুমি আর মনে রাখবে না
জোনাকির আলোয় হাসি ফুটবে না
কখনো কি ব্যাথায় ভাসিয়েছি তোমায়
তবে কেন মন ভেঙ্গে কাদালে আমায়
প্রয়োজনে কাছে আসা অসময়ে দূরে থাকা
প্রয়োজনে কাছে আসা অসময়ে দূরে থাকা
এ কেমন তোমার ভালোবাসা
এ কেমন তোমার ভালোবাসা
একটু দেখার জন্যে তোমায়
করেছি অনেক পাগলামী
আজ তুমি নেই পাশে
কাদাচ্ছে তোমার স্মৃতি
একটু দেখার জন্যে তোমায়
করেছি অনেক পাগলামী
আজ তুমি নেই পাশে
কাদাচ্ছে তোমার স্মৃতি
রোজ সকালে ঘুমের ঘোরে
বিদায় দিয়েছি তোমার আশা
প্রয়োজনে কাছে আসা অসময়ে দূরে থাকা
প্রয়োজনে কাছে আসা অসময়ে দূরে থাকা
এ কেমন তোমার ভালোবাসা
এ কেমন তোমার ভালোবাসা
দূর আকাশের জোছনা রাতে
কবে পাবো তোমার দেখা
স্বপ্নের মত তুমি দিয়ে যেতে আশা
দূর আকাশের জোছনা রাতে
কবে পাবো তোমার দেখা
স্বপ্নের মত তুমি দিয়ে যেতে আশা
রোজ সকালে ঘুমের ঘোরে
বিদায় দিয়েছি তোমার আশা
প্রয়োজনে কাছে আসা অসময়ে দূরে থাকা
প্রয়োজনে কাছে আসা অসময়ে দূরে থাকা
এ কেমন তোমার ভালোবাসা
এ কেমন তোমার ভালোবাসা
Proyojone Kache Song Video