Soniye Tu Janiye Tu Lyrics : sung by Zubeen Garg & June Bannerjee. The Bengali song “Soniye Tu Janiye Tu” lyrics is written by Gautam Sushmit and the song is composed by Priyo Chatterjee.
- Soniye Tu Janiye Tu Song Info/Credits :
- Bengali Song : Soniye Tu Janiye Tu (ছনিয়ে তু জানিয়ে তু)
- Singer : Zubeen Garg & June Bannerjee
- Composer : Priyo Chatterjee
- Lyrics : Gautam Sushmit
- Movie : Khokababu
- Label : Eskay Movies
Soniye Tu Janiye Tu Lyrics In Bengali
মন যে হারালো, দু হাত বাড়ালো
আজ তোর ছোঁয়া পেতে
স্বপ্ন জড়ালো, থমকে দাঁড়ালো
প্রেমকে দিতে নিতে
মন যে হারালো, দু হাত বাড়ালো
আজ তোর ছোঁয়া পেতে
স্বপ্ন জড়ালো, থমকে দাঁড়ালো
প্রেমকে দিতে নিতে
না এ চোখে আর কিছু ভাসেনা
তোকে ছাড়া একা রাতে চাঁদ হাসেনা
সোনিয়ে তু জানিয়ে তু
তেরে লিয়ে দিল দিওয়ানা
সোনিয়ে তু জানিয়ে তু
তেরে লিয়ে দিল দিওয়ানা
দিন এ দিন রঙিন হলো
স্বপ্নের হাতছানিতে
প্রেম এ প্রেম রেখে দেবো
বুকের ফুলদানিতে
কিছু কথাতে ঘুম হারাতে
দুটি চোখে লিখে দেবো
তোর ঠিকানা
সোনিয়ে তু জানিয়ে তু
তেরে লিয়ে দিল দিওয়ানা
সোনিয়ে তু জানিয়ে তু
তেরে লিয়ে দিল দিওয়ানা
রাত সে রাত কবে পাবো
প্রেমের আশকারাতে
মন এ মন এঁকে দেবো
সুখের মাসকারাতে
তোর দু চোখে তাকিয়ে থেকে
চেনা জানা রাগ কবে
হবে অচেনা
সোনিয়ে তু জানিয়ে তু
তেরে লিয়ে দিল দিওয়ানা
সোনিয়ে তু জানিয়ে তু
তেরে লিয়ে দিল দিওয়ানা
মন যে হারালো, দু হাত বাড়ালো
আজ তোর ছোঁয়া পেতে
স্বপ্ন জড়ালো, থমকে দাঁড়ালো
প্রেমকে দিতে নিতে
না এ চোখে আর কিছু ভাসেনা
তোকে ছাড়া একা রাতে চাঁদ হাসেনা
সোনিয়ে তু জানিয়ে তু
তেরে লিয়ে দিল দিওয়ানা
সোনিয়ে তু জানিয়ে তু
তেরে লিয়ে দিল দিওয়ানা
Soniye Tu Janiye Tu Song Video