Suru Holo Pujo Prem Lyrics (শুরু হলো পূজো প্রেম) : sung by Ariyoshi Synthia. The Bengali song “Suru Holo Pujo Prem” lyrics is written by Avi Roy and music by Apu Debnath.
- Suru Holo Pujo Prem Song Info/Credits :
- Bengali Song : Shuru Holo Pujo Prem
- Singer : Ariyoshi Synthia
- Music : Apu Debnath
- Composer : Avi Roy
- Lyrics : Avi Roy
Suru Holo Pujo Prem Lyrics In Bengali
শুরু হলো পূজো প্রেম
খাওয়া দাওয়া কত গেম
মামনি দেখতে পেলেই বাবুসোনার ভিড়,
মিঠুনের কায়দায় বলে ওরা হায় হায়
পটানোর পরেও নেই কত যে স্কিম।
মামনিও চালাক আছে
দেখে কত মাল্লু আছে,
মানিব্যাগ থাকে যদি পুরোই ফাঁকা ..
বলবে আমি Engage
আমার আছে যে দেখা,
ও হো, বলবে আমি Engage
আমার আছে যে দেখা।
বাপের টাকায় বাইক কিনে
দেখায় বাবু চাল,
হিরো সেজে ফেলে কত প্রেম পিরিতির জাল,
বাবু বলে ওগো সোনা চলো কিছু খাই,
সেতো বলে না না এখানে না
KFC তে যাই।
মামনিও চালাক আছে
দেখে কত মাল্লু আছে,
মানিব্যাগ থাকে যদি পুরোই ফাঁকা ..
বলবে আমি Engage
আমার আছে যে দেখা,
ও হো, বলবে আমি Engage
আমার আছে যে দেখা।
সকাল বিকেল নেই বাবু
খাওয়া দাওয়ার খোঁজ,
SMS এ সময় মত দেবে ওরা ডোজ,
মামনিও বলে তুমি কত কেয়ারিং,
পুজোর পরে প্রেমের চাকায় কাটে বেয়ারিং।
মামনিও চালাক আছে
দেখে কত মাল্লু আছে,
মানিব্যাগ থাকে যদি পুরোই ফাঁকা ..
বলবে আমি Engage
আমার আছে যে দেখা,
ও হো, বলবে আমি Engage
আমার আছে যে দেখা।
বলবে আমি Engage
আমার আছে যে দেখা,
ও হো, বলবে আমি Engage
আমার আছে যে দেখা।।
Suru Holo Pujo Prem Song Video