Tui Chara Ke Apon Lyrics (তুই ছাড়া কে আপন) : sung by Rupak Tiary & Biyas Sarkar. The Bengali song “Tui Chara Ke Apon” Lyrics is written by Aviman Paul and tuned by Rupak Tiary.
- Tui Chara Ke Apon Song Info/Credits :
- Bengali Song : Tui Chara Ke Apon
- Singer : Biyas Sarkar & Rupak Tiary
- Tune : Rupak Tiary
- Lyrics : Aviman Paul
Tui Chara Ke Apon Lyrics In Bengali
আলতো খেয়ালি, বৃষ্টি কাজলে
লজ্জা মাখানো মেঘলা আঁচলে।
কথা দেওয়া ছিলো সন্ধ্যে নূপুরে
ছুঁয়ে দিলে আমায় সোহাগী আদরে।
মন রে বলি শোন
তুই ছাড়া কে আপন,
মন রে যাসনা ছেড়ে মিথ্যে বাহানায়।
মন রে কাছে আয়
আকাশ খোলা জানালায়,
তোর বুকে মাথা রাখি
নরম জোছনায়।।
মন কাকে খুঁজে ফিরিস উড়ালি হাওয়ায়
মন রে তোর মনের হদিস খোঁজা বড় দায়।
তোর জন্য যত্নে সাজাই প্রেমেরই আটচালা
মন রে তুই খামখেয়ালি ঘরে ফিরে আয়।
ও মন রে কোথায়
মনের মানুষ পাওয়া যায়?
তাকে মনের ঘরে আগল দিয়ে
রাখিস পাহারায়।
মন রে বলি শোন
তুই ছাড়া কে আপন,
মন রে যাসনা ছেড়ে মিথ্যে বাহানায়।
মন রে কাছে আয়
আকাশ খোলা জানালায়,
তোর বুকে মাথা রাখি
নরম জোছনায়।
আলতো খেয়ালি, বৃষ্টি কাজলে
লজ্জা মাখানো মেঘলা আঁচলে।
কথা দেওয়া ছিলো সন্ধ্যে নূপুরে
ছুঁয়ে দিলে আমায় সোহাগী আদরে।
মন রে বলি শোন
তুই ছাড়া কে আপন,
মন রে যাস না ছেড়ে মিথ্যে বাহানায়।
মন রে কাছে আয়
আকাশ খোলা জানালায়,
তোর বুকে মাথা রাখি
নরম জোছনায়।।
Tui Chara Ke Apon Song Video